যেকোনো যুদ্ধ বলতে এখানে কী বোঝানো হয়েছে, জানতে চাইলে লিন জিয়ান বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রের ভিন্ন কোনো অভিপ্রায় থাকে এবং চীনা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার প্রতি জোর দেয়, আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো।’
এ বিষয়ে জানতে চাইলে ফক্স নিউজকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেন, ‘যদিও চীনের সঙ্গে সক্রিয়ভাবে কোনো যুদ্ধ চাচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে আমরা প্রস্তুত।’
‘আমরা এক বিপজ্জনক বিশ্বে বাস করছি, যেখানে শক্তিশালী ও উদীয়মান দেশগুলোর ভিন্ন আদর্শ রয়েছে,’ যোগ করেন তিনি। ‘যদি আমরা চীনা কিংবা অন্যদের সঙ্গে যুদ্ধ নিবৃত্ত করতে চাই, আমাদের শক্তিশালী হতে হবে,’ বলেন তিনি।
চীন থেকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ফেনটানিল প্রবেশ নিয়ে মার্কিন শুল্কারোপ চেষ্টায় কঠোর আপত্তি জানিয়েছে বেইজিং। অতিমাত্রায় ফেনটালিন সেবনের কারণে যুক্তরাষ্ট্রে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। আর এই ভয়াবহ মাদক সবচেয়ে বেশি উৎপাদন হয় চীন ও মেক্সিকোতে। তবে ফেনটালিন সংক্রান্ত শুল্কারোপকে ‘ঠুনকো অজুহাত’ বলে উল্লেখ করেছে চীন।
চলতি সপ্তাহে মার্কিন কৃষি পণ্যে পনেরো শতাংশ পর্যন্ত শুল্কারোপ করে প্রতিশোধ নিয়েছে বেইজিং। সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্যই চীনে সবচেয়ে বেশি রফতানি করে যুক্তরাষ্ট্র।
সর্বশেষ চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের সময় ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন কিনেছে চীনা আমদানিকারকরা।



























