দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অব মার্কেটিং তছলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিটিভির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. ফেরদৌস নাঈম পরাগ।
সম্প্রতি ঢাকার একটি স্বনামধন্য রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে পরবর্তী ২ বছরের জন্য ২১ সদস্যের নতুন এই কমিটি গঠিত হয়। সহসভাপতি পদে যথাক্রমে চ্যানেল আইয়ের জিয়াউল হক সুমন, স্টার নিউজের জহিরুল ইসলাম ও ইটিভির জাকারিয়া হোসেন জয় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে গ্লোবাল টেলিভিশনের মো. রফিকুল রহমান মজুমদার নিক্সন ও বিজয় টিভির মাহামুদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় বারের মতো জয়লাভ করেন অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার মো. আবদুল মালেক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দুরন্ত টেলিভিশনের আশিকুর রহমান অভি নির্বাচিত হন।
দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে জয়লাভ করেন জিটিভির দীন ইসলাম তপু। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন এখন টেলিভিশনের সরকার হানিফ রাফি, চ্যানেল আইয়ের লিমা শিমু মহিলাবিষয়ক সম্পাদক, আইনবিষয়ক সম্পাদক হয়েছেন এটিএন নিউজের কারিন কামাল, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল নাইনের সাইফুল আলম অপু।
নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের মোহাম্মদ আবদুস সামাদ সোহাগ, একাত্তর টিভির মো. সোহাগ হোসেন, দেশ টিভির আরিফুল ইসলাম রাজীব, এস এ টিভির শাকিলুর রহমান, এশিয়ান টিভির মাহমুদ জনি, ইন্ডিপেনডেন্ট টিভির এস এম জুবায়ের আলম ও ডিবিসি নিউজের কে এম রাশেদুল।