আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে।
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয়।
এখন পর্যন্ত ৩৫ জনের শুনানি হয়েছে, ২৮ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। ৫ জন বাতিল এবং ২ জনের আপিল স্থগিত। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে, শুনানির প্রথমদিন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদসহ ৫২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।
প্রার্থিতা ফিরে পাওয়াসহ বেশকিছু নিষ্পত্তির জন্য ৬৪৫ জন আপিল করেন নির্বাচন কমিশনে। যার ওপর আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর, প্রতীক চূড়ান্তের পর শুরু হবে মূল নির্বাচনী প্রচারণা।