ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে টানা দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করলেন।
বুধবার ( ৩ ডিসেম্বর) রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯০ বলে ৭ চার ও ২ ছক্কায় তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি তার ৫৩তম সেঞ্চুরি।
এর আগে তিন দিন আগে রাঁচিতে প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করেন কোহলি। দুটিই এসেছে ২৮০ দিন পর সেঞ্চুরি-খরা ভেঙে।
সব মিলিয়ে তিন ফরম্যাটে কোহলির সেঞ্চুরি এখন ৮৪টি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে তাকে আরও ১৬টি সেঞ্চুরি করতে হবে।