বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৯৯৬-এ আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে কাজ করেছে জামায়াতে ইসলামী। তারা এখন আবার স্বরূপে ফিরেছে। আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। আবার ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে।’
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একটি ইসলামপন্থী দল আওয়ামী লীগকে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। তারা কি ইতিহাস থেকে কেনো শিক্ষা নেয় না। তারা এ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ জিয়ার কারণে। তারা নিষিদ্ধ দল ছিল। কিন্তু এখন তাদের সব মিটিংয়ে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তারা।’
এ সময় শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশকে গোলাম রাষ্ট্র বানানোর জন্য শেখ হাসিনা যা খুশি তাই করেছেন। যারা প্রতিবাদ করতে চেয়েছেন, গণতন্ত্র ফেরাতে চেয়েছেন, তাদের নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকেও গুলির নির্দেশ দিয়েছেন। রক্তপীপাসু এক দানব আবার এ দেশে রাজনীতি করবে, এটা হয়? ফ্যাসিস্টদের ইতালিতে নিষিদ্ধ করা কেন হয়েছে? হিটলারের দলকে কেন নিষিদ্ধ করা হলো?’