বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

ঋতুপর্ণা ম্যাজিকে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের খুব কাছে বাংলার নারীরা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে একটি গর্ব করার মতো দিন আজ। এএফসি উইমেন্স এশিয়া কাপের বাছাইপর্বে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত ২ গোলে  ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলল লাল-সবুজের বাঘিনীরা।

আজ বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে নায়কত্বের মুকুট ছিনিয়ে নিয়েছেন ঋতুপর্ণা চাকমা। এই জয়ে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। পরের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে অন্তত একটি ড্র পেলেই ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হবে

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা বাংলাদেশ প্রথম ব্রেকথ্রু পায় ১৯তম মিনিটে। ফ্রি-কিক থেকে প্রথম শট রক্ষণের বাধায় আটকে গেলেও ফিরতি বলে ঋতুপর্ণার নিখুঁত শট মিয়ানমারের জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক রুপনা চাকমার সাহসী সেভ এবং প্রতিপক্ষের ব্যর্থ ফিনিশিং লাল-সবুজ শিবিরকে এগিয়ে থাকতে সাহায্য করে।

দ্বিতীয়ার্ধে মিয়ানমার কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু ৭১তম মিনিটে আবারও ঝলক দেখান ঋতুপর্ণা। প্রতিপক্ষের পাস কেটে নিয়ে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত ক্রসে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান তিনি, যা জয়ের মজবুত ভিত্তি তৈরি করে দেয়। শেষ মুহূর্তে ৮৯তম মিনিটে এক গোল শোধ করে কিছুটা চাপ সৃষ্টি করলেও, যোগ করা সময়ে বাংলাদেশের দৃঢ় রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় মিয়ানমার।

এর আগে প্রথম ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে আলোড়ন তুলেছিল বাংলার মেয়েরা। তখনই স্পষ্ট হয়েছিল, পিটার বাটলারের শিষ্যরা এ বছর অন্যরকম কিছু করতে যাচ্ছে।

আগামী শনিবার বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। যাদের এই মিয়ানমার ৮-০ গোলে হারিয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশ যেকোন গোল ব্যবধানে জিতলে, এমনকি ড্র করলেও প্রথমবার এশিয়া কাপে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়বে।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের এশিয়া কাপের আসর। টুর্নামেন্টে অংশ নেবে ১২ দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি টুর্নামেন্ট খেলবে। ২০২২ সালের এশিয়া কাপের চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি আগামী এশিয়া কাপে খেলবে।

বাংলাদেশ দুই ম্যাচেই জয় পাওয়ায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে। তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পেলে তিন জয় নিয়ে এশিয়া কাপ নিশ্চিত হবে মেয়েদের। ড্র করলেও এশিয়া কাপে খেলতে বাধা থাকবে না। তবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে অঘটন ঘটিয়ে হেরে গেলে এবং বাহরাইনের বিপক্ষে মিয়ানমার জিতলে গোল ব্যবধানে কারা এশিয়া কাপে যাবে তা নির্ধারণ হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর