পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা এমন কিছু দোকানে ভাঙচুর চালায় যেগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে বলে তারা দাবি করে। যদিও পুরো বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এবং তা মূলত শান্তিপূর্ণ ছিল।
মাদ্রিদ ও অন্যান্য স্পেনীয় শহর ছাড়াও রোম ও লিসবনে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের পেছনে মূল কারণ ছিল ‘গ্লোবাল সমুদ’ নামের ত্রাণবাহী নৌবহরকে ইসরায়েলের প্রতিহত করা। এই নৌবহরটি বার্সেলোনা থেকে যাত্রা করেছিল এবং গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করছিল।
ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ৪৯ জন স্পেনীয়র মধ্যে ২১ জন রোববার তেল আবিব থেকে স্পেনে ফিরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় আটক বন্দিদের কয়েক দিনের মধ্যেই মুক্তি দেওয়া হতে পারে। তবে তার সরকারের সেনাবাহিনী এখনও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা