শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে প্রবেশে আরও কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ণমাত্রার ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় নতুন করে আরও ৭টি দেশ যুক্ত করেছে মার্কিন প্রশাসন। এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঘোষণায় পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে আরব-আফ্রিকান দেশ লাওস, সিয়েরা লিওন, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া।

এর আগে গত জুনে ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো— ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এছাড়া আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নতুন করে ১৫টি দেশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯টিতে।

তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধের মুখে পড়তে হবে। হোয়াইট হাউসের দাবি, এসব দেশে নাগরিকদের তথ্য স্ক্রিনিং, যাচাই-বাছাই ও তথ্য বিনিময়ে গুরুতর ঘাটতি পেয়েছে তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর