ভারত–শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ে থাকছেন না ভারতের তারকা রোহিত শর্মা। তবে টুর্নামেন্টকে সামনে রেখে রোহিতকে বিশেষ দায়িত্ব দিয়েছে আইসিসি।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর) মুম্বাইয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের সময় রোহিত শর্মাকে আসরের ‘অ্যাম্বাসেডর’ বা দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪২৩১ রান করা ভারতীয় ওপেনার দুইবারের বিশ্বকাপজয়ী হিসেবেও ব্যাট হাতে অবদান রেখেছেন।
অ্যাম্বাসেডর পদে নিয়োগ পেয়ে রোহিত বলেন,’ভারতে আবারও এই টুর্নামেন্ট ফিরছে এটা দারুণ। নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সকল দলের খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল। আশা করি তারা স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়বে ও ভারতের অতিথেয়তা উপভোগ করবে।’
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনেই হবে তিনটি ম্যাচ। পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। এরপর মাঠে নামবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ এবং দিনের শেষ ম্যাচে খেলবে ভারত–যুক্তরাষ্ট্র।