বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহ বেআইনি: নজরুল ইসলাম খান দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনাবাহিনী প্রধান ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার নাগরিকদের ইরান ছাড়তে বললো ভারত আরব আমিরাতে রাজকীয় ক্ষমা পেলেন ৪৪০ বাংলাদেশি বন্দি মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৫ম দিনের আপিল শুনানি চলছে গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন নিউরোসায়েন্সে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে ঢাকার সায়েন্সল্যাব অবরোধ চাঁদাবাজির অভিযোগে বৈছাআর সাবেক নেতাসহ গ্রেপ্তার ৩

মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটন আদালতের সামনে হাজির হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) তিনি বলেন, ‘আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।’

৬৩ বছর বয়সী মাদুরো নিজেকে ‘যুদ্ধবন্দি’ বলেও উল্লেখ করেছেন। আদালতে পড়া অভিযোগগুলোর সবই তিনি অস্বীকার করেছেন।

মাদুরোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি কোকেন পাচারকারী একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেছেন, যারা মেক্সিকোর সিনালোয়া ও জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী ও ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সঙ্গে অংশীদার ছিল।

দীর্ঘদিন ধরেই মাদুরো এই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চায় এবং তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত।

এদিকে, মার্কিন রাজনৈতিক মহলে একজন রাষ্ট্রপ্রধানের নাটকীয় আটক নিয়ে শোক ও সমালোচনা চলছে। একই দিন ভেনেজুয়েলায় জরুরি আদেশ জারি করা হয়েছে, যাতে শনিবারের হামলার সমর্থক যে কাউকে তল্লাশি করে গ্রেপ্তার করা যেতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই অভিযান নিয়ে বৈধতা ও তাৎপর্য নিয়ে বিতর্ক করছে। রাশিয়া, চীন ও ভেনেজুয়েলার বামপন্থি মিত্ররা এই অভিযানকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে ট্রাম্প প্রশাসন। এরপর সোমবার সকালে, হেলিকপ্টার ও রক্ষী বাহিনী নিয়ে তাদের ব্রুকলিনের আদালতে হাজির করা হয়।

স্ত্রী সিলিয়া ফ্লোরেস-সহ মাদুরোকে গ্রেপ্তারের পর এ দিন প্রথম প্রকাশ্যে আদালতে তাদেরকে হাজির করানো হয়। নীল রঙের জেলের পোশাকে, স্প্যানিশ অনুবাদ শোনার জন্য হেডফোন পরিয়ে আদালতে তোলা হয় মাদুরোকে। তার স্ত্রীও একইসঙ্গে কাঠগড়ায় হাজির হন।

সূত্র: মিডল ইস্ট আই


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর