মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটন আদালতের সামনে হাজির হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) তিনি বলেন, ‘আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।’
৬৩ বছর বয়সী মাদুরো নিজেকে ‘যুদ্ধবন্দি’ বলেও উল্লেখ করেছেন। আদালতে পড়া অভিযোগগুলোর সবই তিনি অস্বীকার করেছেন।
এদিকে, মার্কিন রাজনৈতিক মহলে একজন রাষ্ট্রপ্রধানের নাটকীয় আটক নিয়ে শোক ও সমালোচনা চলছে। একই দিন ভেনেজুয়েলায় জরুরি আদেশ জারি করা হয়েছে, যাতে শনিবারের হামলার সমর্থক যে কাউকে তল্লাশি করে গ্রেপ্তার করা যেতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই অভিযান নিয়ে বৈধতা ও তাৎপর্য নিয়ে বিতর্ক করছে। রাশিয়া, চীন ও ভেনেজুয়েলার বামপন্থি মিত্ররা এই অভিযানকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন।
প্রসঙ্গত, শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে ট্রাম্প প্রশাসন। এরপর সোমবার সকালে, হেলিকপ্টার ও রক্ষী বাহিনী নিয়ে তাদের ব্রুকলিনের আদালতে হাজির করা হয়।
সূত্র: মিডল ইস্ট আই