ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পর্যটন এলাকা পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং একজন কাশ্মীরি নিহত হওয়ার দুই দিন পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কড়া বার্তা দিয়ে বলেছেন, “ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং অকল্পনীয় শাস্তি দেবে।”
বৃহস্পতিবার বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই হুশিঁয়ারি উচ্চারণ করেন। খবর এনডিটিভির।
মোদি বলেন, “স্পষ্ট শব্দে বলে দিতে চাই, যে এই হামলা চালিয়েছে, ওই জঙ্গিদের ও ষড়যন্ত্রকারীদের এমন সাজা দেওয়া হবে, যা ধারণার বাইরে। সাজা হবেই।”