রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

রোববার (৪ মে) সন্ধ্যায় হামলার পর রাতভর অভিযান চালিয়ে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজনের নাম প্রকাশ করা হয়েছে—নিজাম উদ্দিন ও মাসুম আহমদ (দিপু)। পুলিশ জানায়, নিজাম উদ্দিন যুবলীগ নেতা এবং মাসুম একটি সামাজিক সংগঠনের সভাপতি।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রবিউল ইসলাম জানান, হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে তিনি জানান। হামলার সময় এনসিপি নেতা হাসনাত সাদা রঙের একটি মাইক্রোবাসে করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় চার-পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং তার হাতে আঘাত লাগে।

ঘটনার পর হাসনাত নিরাপত্তার জন্য আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেন। খবর ছড়িয়ে পড়লে সেখানে ছাত্ররা জড়ো হন এবং ঢাকায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। পরে এনসিপি নেতাকর্মীরা মশাল মিছিল করে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এছাড়া, সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছে এনসিপি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর