শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

ব্রাজিলে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

ব্রাজিলে চলমান কপ৩০ জলবায়ু সম্মেলনে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান ডজনখানেক আদিবাসী বিক্ষোভকারী। জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনে সহিংসতার এমন ঘটনা বিরল। এতে দুই নিরাপত্তাকর্মী আহত হন। এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার সন্ধ্যায় বেলেমের সম্মেলনস্থলের মূল ফটকের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকেরা ভেতরে ঢোকার চেষ্টা করেন । এ সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি হয়।

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন দফতরের এক মুখপাত্র জানান, ‘ঘটনায় দুই নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছেন এবং সম্মেলনস্থলের কিছুটা ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিল ও জাতিসংঘের নিরাপত্তাকর্মীরা নির্ধারিত প্রটোকল অনুসরণ করে সম্মেলনস্থল সুরক্ষিত করেছেন।’

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তাকর্মীরা সম্মেলনের কেন্দ্রে থাকা উচ্চপর্যায়ের ‘ব্লু জোন’-এর প্রবেশপথ টেবিল ও চেয়ার দিয়ে ব্যারিকেড করে দেন।

এএফপির এক সাংবাদিক একজন পুলিশ কর্মকর্তাকে হুইলচেয়ারে করে সরিয়ে নিতে দেখেছেন।

কপ৩০ সম্মেলনস্থলের ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জাতিসংঘ। আর বাইরের নিরাপত্তা দেখভাল করছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ঘটনার পর জাতিসংঘের পুলিশ সদস্যরা সম্মেলনস্থলে থাকা লোকজনকে বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু এলাকা খালি করতে বলেন।

পারা ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়াও সান্তিয়াগো বলেন, ‘আদিবাসী আন্দোলনের কর্মীরা ব্লু জোনে ঢুকে তাদের দাবি জানাতে চেয়েছিলেন। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি।’

বিক্ষোভে অংশ নেওয়া ‘রেডে সাসটেন্টাবিলিদাদে বাহিয়া অ্যাসোসিয়েশন’-এর মারিয়া ক্লারা বলেন, তিনি আদিবাসীদের দুর্দশার দিকে মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন।

তিনি বলেন, ‘এই কণ্ঠগুলো উপেক্ষিত। কপ৩০ শেষ হয়ে যাবে, কিন্তু ধ্বংস চলতেই থাকবে। তাই এই প্রতিবাদ জানাতেই তারা ভেতরে ঢুকেছিলেন।’

বিক্ষোভের আয়োজক সংগঠন ‘মার্চ ফর হেলথ অ্যান্ড ক্লাইমেট’ এ ঘটনায় নিজেদের দূরে সরিয়ে নেয়।

এক বিবৃতিতে তারা জানায়, ‘সম্মেলনস্থলের বাইরে শেষ হওয়া এই মিছিলটি ছিল শান্তিপূর্ণ, সংগঠিত ও দায়িত্বশীল এক গণপ্রতিবাদ, যা গড়ে উঠেছিল সংলাপ ও সম্মিলিত প্রতিশ্রুতির ভিত্তিতে।’

জাতিসংঘের মুখপাত্র জানান, ‘সম্মেলনস্থল এখন পুরোপুরি সুরক্ষিত। কপ৩০ আলোচনা চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ব্রাজিলীয় ও জাতিসংঘ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

এদিকে, গত সপ্তাহে ব্রাজিলের আদিবাসী বিষয়ক মন্ত্রী সোনিয়া গুজাজারা বলেছিলেন, ‘আদিবাসী অংশগ্রহণের দিক থেকে এটি হবে সেরা কপ সম্মেলন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর