বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সদস্য রয়েছেন ১২১জন ।
শনিবার (১০ মে) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির সভাপতি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এই কমিটিতে পৃষ্ঠপোষক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
পুলিশে কর্মরত এএসপি পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ অ্যাসোসিয়েশনের সদস্য।
এর আগে ১ মে বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হয়েছিলেন।