মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গভর্নর পদে প্রথম নারী হিসাবে জয়ী হয়ে ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।
এই জয়ের ফলে গভর্নরের কার্যালয়টি রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রণে চলে গেলো, কারণ স্প্যানবার্গার বিদায়ী গভর্নর গ্লেন ইয়ংকিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সময় এই জয় ডেমোক্র্যাটদের জন্য একটি উল্লেখযোগ্য অনুপ্রেরণা হতে পারে।
প্রাক্তন কংগ্রেসওম্যান এবং সিআইএ কর্মকর্তা স্প্যানবার্গার অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা এবং জননিরাপত্তার একটি প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে সুইং স্টেটটির বিস্তৃত ভোটারদের কাছে আবেদন করেছিলেন।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানবার্গার মোট ৫৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আর্ল-সিয়ার্স পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।
রিচমন্ডে বিজয় ভাষণে স্প্যানবার্গার বলেন, আজ ভার্জিনিয়া বাস্তবতাকে পক্ষপাতের ওপর বেছে নিয়েছে, বিশৃঙ্খলার পরিবর্তে ঐক্যকে বেছে নিয়েছে।
সাবেক সিআইএ কর্মকর্তা স্প্যানবার্গার ২০১৮ সালে রিপাবলিকান অধ্যুষিত আসন থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। এবারও তিনি মধ্যপন্থী ভাবমূর্তি ধরে রাখেন এবং ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পান।
নির্বাচনের আগে ফেডারেল সরকারের অচলাবস্থা এবং দলের অভ্যন্তরীণ বিতর্ক তার প্রচারণাকে চ্যালেঞ্জে ফেললেও শেষ পর্যন্ত তা তার জয় ঠেকাতে পারেনি।