শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

হোয়াটসঅ্যাপে নিজেকে আড়াল করবেন যেভাবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপ চালু করলেই অনলাইনে দেখায় গ্রাহকদের। এতে আপনি কখন একটিভ ছিলেন তা সহজে জেনে যায় অন্যরা। অনেক সময় নিজেকে লুকাতে চাইলেও পারেন না। এতে ব্যক্তিগত গোপনীয়তা থাকে না।

তবে আপনার এক্টিভিটি বন্ধ রাখার সুযোগ রেখেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু আপনি জানেন না। এ ফিচারে হোয়াটসঅ্যাপ চালু রেখে নিজেকে অফলাইনে দেখাতে পারেন। এতে আপনি নিজেকে লুকানোর সুযোগ রয়েছে। অন্য গ্রুপ কিংবা সদস্যরা আপনার এক্টিটিভিটির তথ্য পাবে না। কিন্তু কিভাবে? 

আজ জনে নেন কীভাবে অনলাইনে থেকে অফলাইন চালু করবেন-

• নিজের হোয়াটসঅ্যাপ চালু করুন।

• এতে ওপরের ডান কোনায় থাকা ‘তিন ডটস’ অপশনে ক্লিক করুন। এখন একটি মেনু চালু হবে।তবে আইফোন ব্যবহারকারীরা ধাপটি বাদ দিতে পারেন।

• সেখান থেকে সেটিংস অপশনে ক্লিক করুন।তবে আইফোনে হোয়াটসঅ্যাপ খুললেই নিচের দিকে সেটিংস অপশনটি দেখতে পাবেন।

• এবার ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

• এরপর ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশনে ক্লিক করুন।

• এতে ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ সেকশনের নিচে থাকা ‘নোবডি’ অপশন

নির্বাচন করুন।এবার আপনি সর্বশেষ কখন সক্রিয় ছিলেন তা অন্যরা জানতে পারবেন না।

• এরপর ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ সেকশনের নিচে থাকা  ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন নির্বাচন করুন। এতে আপনি অনলাইনে থাকলেও তা অন্যরা  জানতে পারবেন না।

নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অনলাইন ও লাস্ট সিন স্ট্যাটাস লুকাবেন যেভাবে

• উপরের ধাপগুলো অনুসরণ করে ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ক্লিক করুন।

• এখন ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ অপশনের নিচে থাকা ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’ অপশন নির্বাচন করুন। এতে আপনার হোয়াটসঅ্যাপ কন্টাক্টসের তালিকা দেখাবে।

• এখান থেকে যেসব কন্টাক্টের কাছে থেকে লাস্ট সিন স্ট্যাটাস লুকাতে চান সেসব কন্টাক্টের ওপর ট্যাপ করুন।

• এবার ডান পাশের নিচে থাকা ঠিক চিহ্নে ক্লিক করুন। ফলে এসব কন্টাক্ট আর আপনার লাস্ট সিন স্ট্যাটাস দেখতে পারবে না।

• এছাড়া একই কন্টাক্টগুলোর কাছ থেকে অনলাইন স্ট্যাটাস লুকাতে চাইলে ‘হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন’ অপশনের নিচে থাকা ‘সেম অ্যাজ লাস্ট সিন’ অপশন         নির্বাচন করুন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর