রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

পূর্ণ বিশ্রামে রয়েছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

 লন্ডন থেকে চিকিৎসা শেষে  দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।তিনি ভালো আছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ কথা নিশ্চিত করেন।

গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘসময় ভ্রমণ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সেই অনুযায়ী এখন তিনি বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

বিএনপির চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর