শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

ছন্নছাড়া ব্যাটিং; আয়ারল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছন্নছাড়া ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে ১৮১ রানের টার্গেট তাড়ায় নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানেই থেমেছে লিটন দাসের দল। ফলে ৩৯ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেছে আয়ারল্যান্ড।

১৮২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই তছনছ বাংলাদেশের টপ অর্ডার। ম্যাচের প্রথম তিন ব্যাটার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (১) ও অধিনায়ক লিটন দাস (১) এক অঙ্কের রানে ফিরলে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

চতুর্থ উইকেটেও স্বস্তি মেলেনি। সাইফ হাসান ইনিংস গড়ার চেষ্টা করলেও ১৩ বল খেলে ৬ রান করে ফিরেন ম্যাকার্থির বলে।

এই ধ্বংসস্তূপের মাঝেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ে জ্বলে ওঠেন তাওহীদ হৃদয়। ট্রেডমার্ক ব্যাটিংয়ে আক্রমণাত্মক স্ট্রোকপ্লে উপহার দেন তিনি। ৫০ বলের ঝড়ো ইনিংসে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৩ রানে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তবে যোগ্য সঙ্গীর ঘাটতিই ম্যাচে বাংলাদেশকে পিছিয়ে দেয়।

তার সঙ্গে জাকের আলি অনিক কিছুটা লড়াই করেন। ১৬ বলের ২০ রানে একটি ছক্কা মারলেও বড় ইনিংস খেলতে পারেননি। তানজিম হাসান সাকিব করেন ৫ রান, রিশাদ হোসেন কোনো রান না করেই এলবিডব্লিউ হন হাম্প্রিসের বলে। শেষ দিকে নাসুম আহমেদ ও শরিফুল ইসলামও দলকে টেনে তুলতে ব্যর্থ হন।

আয়ারল্যান্ডের বোলাররা পুরো ইনিংসজুড়ে বাংলাদেশকে একচেটিয়া চাপে রেখেছেন। হাম্প্রিস ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। আডায়ার শুরুতে দুর্দান্ত স্পেল করে ২ উইকেট তুলে নেন। ম্যাকার্থি নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর