বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী শনিবার (২৯ নভেম্বর) এর মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ যদি আগেই অন্য কোনো বদলি আদেশ পেয়ে থাকেন, তাহলে সেটি বাতিল বলে গণ্য হবে।