আগামী বছর রমজান মাসের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় জামায়াত। বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠকে বাংলাদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিকের সঙ্গে বৈঠকে এ কথা জানায় দলটির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখতে চান। তবে, জুনের দিকে প্রাকৃতিক নানা দুর্যোগ থাকায় সেসময় নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না। তাই ২০২৬ সালের রমজান মাসের আগে নির্বাচন করতে হবে।
শফিকুর রহমান বলেন, ‘তাদের সঙ্গে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন। তারা আগামী ইলেকশন কখন হবে, কীভাবে হবে এটা জানতে চেয়েছেন। তারা আরও জানতে চেয়েছেন— সব দল রিফর্ম চাচ্ছে, সেই রিফর্ম কেমন হতে পারে এবং আমরা কী চাচ্ছি। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে?’
‘তারা আমাদের রিজিয়নাল বা আঞ্চলিক বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। আমরা এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন, তারা ওমেনস রাইটস নিয়ে কথা বলেছেন, লেবার রাইটস নিয়ে কথা বলেছেন।’
‘আমরা তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে কনভারসেশন করেছি। এর পাশাপাশি আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ এখন ক্রিটিক্যাল জাংচারে আছে, একটা ক্রুসিয়াল টাইম অতিবাহিত করছে। এ সময় আমেরিকার পক্ষ থেকে ৩৭ শতাংশ ট্যারিফ ধার্য করা হয়েছে। এটা যেন তারা পুনর্বিবেচনা করেন এবং আমাদের এ অনুরোধ যেন তারা প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছে দেন।’
গণহত্যার দায়ে স্বচ্ছতার সাথে অভিযুক্ত আওয়ামী লীগের বিচারের কথাও এ সময় তুলেন বলে জানিয়েছেন জামায়াত আমির।
নির্ধারিত সময় বুধবার দুপুর ২টায় জামায়াতের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক শুরু হয়। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলের। আর বিকেল ৪টায় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির প্রতিনিধি দল।