শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে উপাচার্য ড. সারওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

ভিসি জানান, শাকসু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশন খুব শিগগিরই-কয়েক দিনের মধ্যেই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে। তফসিল প্রকাশের সঙ্গে সঙ্গে মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচার, প্রতীক বরাদ্দসহ সব নির্বাচনী কার্যক্রম শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে প্রশাসনের তারিখ ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিয়ে ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীদের একাংশ।

আন্দোলনকারীরা বলছেন, এই তারিখে নির্বাচন সম্ভব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরেপক্ষ ভূমিকা পালন করেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আগামী আট ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল এই কেন্দ্রীয় ছাত্র সংসদটি সর্বশেষ ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। এর পর বিভিন্ন সময় নানা কারণে নির্বাচন হয়নি। ফলে প্রায় তিন দশক পর আবারও শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক বিকাশের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি জোরদার করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর