শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে,জনগণ চাঁদাবাজদেরও করবে : ইসলামী ছাত্রশিবির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ মিছিল হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ শনিবার(১২ জুলাই) সকালে একটি বিক্ষোভ মিছিল করে।

মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

সিবগাতুল্লাহ বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে হত্যা করা যায় না। সারাদেশে যেন চাঁদাবাজির মহোৎসব চলছে। পত্রিকা খুললেই সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর চোখে পড়ছে। ইতোমধ্যে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেড় শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। একটি রাজনৈতিক দল ইতিহাস ভুলে গিয়ে আবারো ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আবারো জুলাই ফিরে আসবে। ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জনগণ যেমন ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে, ঠিক তেমনভাবেই চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে।

তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর