সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেলের ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

তারেক রহমান বলেন, দেশের কোথাও কেউ কিছু একটা করার চেষ্টা করছে। সবাই মিলে যদি সচেতন হই তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হব।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট মাসে যেসব বাংলাদেশি নাগরিক স্বৈরাচারকে বিদায় করার জন্য, গণতন্ত্র ও নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন। তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন স্বার্থক হয়, তার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর