কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী সম্প্রতি মারা গেছেন। শোকসন্তপ্ত পরিবার ও কাদের সিদ্দিকীকে সমবেদনা জানাতে তার টাঙ্গাইলের বাসায় যান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান টুকু। বাসায় বেশ কিছু সময় অবস্থান করেন তিনি। এ সময় পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন।
সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
এদিকে, কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর সমবেদনা জানানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে সচেতন মহল বিষয়টিকে পজিটিভভাবেই দেখছেন। অনেকে বিএনপি ও সুলতান সালাউদ্দিন টুকুর প্রশংসা করছেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় গিয়েছিলাম।’
প্রসঙ্গত, শনিবার (৭ জুন) দিনগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী ও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী মারা যান। এরপর রবিবার (৮ জুন) তাকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।