শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

বিএনপির তারুণ্যের সমাবেশে ক্রিকেটার তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

তামিম ইকবাল বলেন, ‘আজকে এই জায়গায় দাঁড়িয়ে চিটাগাংয়ের স্পোর্টস রিলেটেড কিছু কথা বলতে চাই। একটা সময় এমন ছিল, যখন ক্রিকেট বলেন, ফুটবল বলেন, অথবা যেকোনো স্পোর্টস বলেন, চিটাগাং থেকে ৬-৭ জন ন্যাশনাল টিমকে প্রেজেন্ট করতেন। লাস্ট ১০-১৫ বছর ধরে দেখেছি, চিটাগাং থেকে একজন বা দুই জন ক্রিকেট বা ফুটবল বা অন্য যেকোনো ন্যাশনাল টিমে প্রেজেন্ট করছেন, এটার কারণটা খুঁজে বের করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র মহাসমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের তরুণ রাজনৈতিকদের খেলাধুলায় যুক্ত করার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, আমার সঙ্গে খেলাধুলা নিয়ে ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের সঙ্গে কথা হয়। স্পোর্টসকে কীভাবে আমরা আবার আগের জায়গায় ফেরত দিতে পারি সে বিষয়ে আলোচনা হয় ইসরাফিল খসরু এবং হুম্মাম কাদের ভাইয়ের সঙ্গেও। আমি শতভাগ নিশ্চিত তারা যখন সুযোগ পাবেন, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চট্টগ্রামের সিগনেচার সব জায়গায় রাখবেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যেই ধরনের খেলাধুলাই হোক না কেন সেটাকে তারা প্রমোট করবে সঠিক নিয়মে। এভাবেই চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফেরত যাব।

জাতীয় দলের এই ক্রিকেটার আরও বলেন, ‘কেন চিটাগাংয়ের মত এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান তৈরি করতে পারছি না। আমার কাছে মনে হয়, আপনারা এর উত্তর যদি জানতে চান তাহলে আপনাদের নিজেদের থেকে দিতে হবে। আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই, তমুকের কারণে খেলতে পারি নাই, তাহলে এটা স্পোর্টসম্যানের কথা হবে না। কথা হবে হয়তবা কোনো ভুল ছিল, যার কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি।’

তিনি বলেন, ‘আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমরা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতে পারি।’

‘যেদিন আমরা এই ত্রুটিগুলো বের করতে পারব, ইনশাল্লাহ দেখবেন আমরা আগের জায়গাটা ফিরে পাব,’ বলেন তিনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর