বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

বাংলাদেশে বন্যা মোকাবিলা ও পুনরুদ্ধার সহায়তায় ৩.২ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

জাপান সরকার বাংলাদেশের বন্যা উপদ্রুত তিন জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দেয়ার লক্ষ্যে একটি ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-কে ৩.২ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।

জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বাংলাদেশে আইওএম মিশন প্রধান ল্যান্স বোনো সোমবার একটি বিনিময় চুক্তি স্বাক্ষর করেছেন।

এ প্রকল্পের অধীনে আশ্রয়কেন্দ্র মেরামত ও সংস্কার, স্থানীয়দের জীবিকার সুযোগ তৈরি করা ছাড়াও দুর্যোগ ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সম্প্রদায়গুলোর প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা জোরদার করা হবে। এ প্রকল্পের মাধ্যমে আনুমানিক ৫ লাখ বাস্তুচ্যুত মানুষ উপকৃত হবে।

রাষ্ট্রদূত সাইদা আশা প্রকাশ করেছেন যে, জাপানের সহায়তা বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে।
তিনি বলেন, ‘এই ব্যাপক পরিকল্পনা ঘূর্ণিঝড় রেমাল ও কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে বলে আমি আশাবাদী।’

রাষ্ট্রদূত বলেন, এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া, অস্থায়ী বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য পরিষেবা প্রদান বৃদ্ধি করা ও দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান করা।

এই প্রসঙ্গে সাইদা আরো বলেন, জাপান টেকসই সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে এবং আইওএম-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করবে ।

আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো বলেন, আইওএম আশ্রয়কেন্দ্রগুলোকে কাঠামোগতভাবে শক্তিশালী করা, উদ্ধার তৎপরতা সমন্বয় করার জন্য আশ্রয় কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সম্প্রদায়গুলোর জীবিকা পুনরুদ্ধার ও প্রতিকূলতার সঙ্গে টিকে থাকতে তাদের সক্ষমতা বৃদ্ধি করে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে বাস্তুচ্যুত জনগোষ্ঠীসহ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীগুলো যেন তাদের জীবন পুনরায় শুরু করতে প্রয়োজনীয় সহায়তা পায়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

গত সেপ্টেম্বর থেকে জাপান ইউএনএইচসিআর ও ইউনিসেফ-এর মাধ্যমে বন্যাদুর্গত এলাকাগুলোতে দশ লক্ষ মার্কিন ডলার মূল্যের সহায়তা প্রদান করেছে এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে জরুরি ত্রাণ সহায়তা প্রদানের কর্মসূচি শুরু করার জন্য জাপানি এনজিওগুলোর প্ল্যাটফর্ম জাপান প্ল্যাটফর্মকে দুই মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে।

এছাড়াও, ঢাকায় জাপানি বাণিজ্য ও শিল্প সমিতি এবং ঢাকায় জাপানি সমিতি বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোকে সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে মোট দুই লক্ষ টাকা অনুদান দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর