মেহেরপুরে জেলা শিবিরের সাবেক সভাপতি তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (২৪ আগস্ট) অন্য মামলায় গ্রেফতার ফরহাদকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাতে প্রসিকিউসনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এ সময় ফরহাদ হোসেন কাঠগড়ায় হাজির ছিলেন।
ট্র্যাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে আজ প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় তিনটি ও ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়।