নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
ফোর্সের মনোবল বৃদ্ধি, ডিসিপ্লিন ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।