ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে সোমবার (২৩ জুন) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ জুন) কলকাতার বাংলাদেশ উপ- হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী তার পক্ষ হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা প্রেরণ করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।
এটি ছিল ভারতের কোন মুখ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাৎ কালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সাথে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে দিল্লিতে হাইকমিশনারের দায়িত্ব পালন করা দুই বাংলাদেশি মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান তাদের সময়ে মমতা ব্যানার্জীর সাক্ষাৎ চাইলেও পাননি। সে হিসাবে ৯ বছর পর মমতা ব্যানার্জীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাইকমিশনার।