বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করায় গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের খেলোয়াড়রা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করেছে উজবেকিস্তান। দেশকে এমন গর্ব করার মতো মুহূর্ত এনে দেওয়ায় খেলোয়াড়দের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ।

গত ৫ জুন আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করেই ইতিহাস গড়ার সুসংবাদ পায় উজবেকিস্তান। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পরেই প্রেসিডেন্ট শাভকাত ঘোষণাটি দিয়েছিলেন।

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত অবশ্য মাসখানেক আগেই করেছিল উজবেকরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করার পরই মাতে বিশ্বকাপ খেলতে পারার আনন্দে। এবারই প্রথম বিশ্ব ফুটবলে খেলবে উজবেকরা। এতে খুশি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ। তাৎক্ষণিক জানিয়ে দেন, খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সবাই পাবেন রাজকীয় গাড়ি।

গতকাল তাশখন্দের মিল্লি স্টেডিয়ামে কাতারকে ৩-০ গোলে হারিয়ে গাড়ির চাবি হাতে পান উজবেকিস্তানের খেলোয়াড়রা। খেলা শুরুর আগে মাঠে সারিবদ্ধভাবে গাড়িগুলো সাজিয়েও রাখা হয়েছিল। উপহার দেওয়া গাড়িগুলো চীনের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির।

চীনের বিওয়াইডি গাড়ির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৯.৯০ লাখ। ভ্যারিয়েন্ট ও পারফর্ম্যান্স ভেদে মূল্য ৯৯.৯০ লাখে গিয়েও পৌঁছায়।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত এবারই প্রথমবার নয়, আগেও মূল্যবান গাড়ি খেলোয়াড়দের উপহার দিয়েছেন। এবারেরটা অবশ্য একটু বেশি দামি। তবে ২০২৩ সালে এশিয়ান কাপ জেতার জন্য উজবেকিস্তান অনুর্ধ্ব-২০ ফুটবল দলকে ৩৩টি গাড়ি দিয়েছিলেন শাভকাত।

গ্রুপ ‘এ’তে ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে উজবেকিস্তান। ১০ ম্যাচে উজবেকিস্তানের পয়েন্ট ২১। এই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়েছে ইরান।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে বিভিন্ন অঞ্চল থেকে ১৩টি দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর