প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করেছে উজবেকিস্তান। দেশকে এমন গর্ব করার মতো মুহূর্ত এনে দেওয়ায় খেলোয়াড়দের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ।
গত ৫ জুন আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করেই ইতিহাস গড়ার সুসংবাদ পায় উজবেকিস্তান। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পরেই প্রেসিডেন্ট শাভকাত ঘোষণাটি দিয়েছিলেন।
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত অবশ্য মাসখানেক আগেই করেছিল উজবেকরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করার পরই মাতে বিশ্বকাপ খেলতে পারার আনন্দে। এবারই প্রথম বিশ্ব ফুটবলে খেলবে উজবেকরা। এতে খুশি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ। তাৎক্ষণিক জানিয়ে দেন, খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সবাই পাবেন রাজকীয় গাড়ি।
গতকাল তাশখন্দের মিল্লি স্টেডিয়ামে কাতারকে ৩-০ গোলে হারিয়ে গাড়ির চাবি হাতে পান উজবেকিস্তানের খেলোয়াড়রা। খেলা শুরুর আগে মাঠে সারিবদ্ধভাবে গাড়িগুলো সাজিয়েও রাখা হয়েছিল। উপহার দেওয়া গাড়িগুলো চীনের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির।

চীনের বিওয়াইডি গাড়ির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৮৯.৯০ লাখ। ভ্যারিয়েন্ট ও পারফর্ম্যান্স ভেদে মূল্য ৯৯.৯০ লাখে গিয়েও পৌঁছায়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত এবারই প্রথমবার নয়, আগেও মূল্যবান গাড়ি খেলোয়াড়দের উপহার দিয়েছেন। এবারেরটা অবশ্য একটু বেশি দামি। তবে ২০২৩ সালে এশিয়ান কাপ জেতার জন্য উজবেকিস্তান অনুর্ধ্ব-২০ ফুটবল দলকে ৩৩টি গাড়ি দিয়েছিলেন শাভকাত।
গ্রুপ ‘এ’তে ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে উজবেকিস্তান। ১০ ম্যাচে উজবেকিস্তানের পয়েন্ট ২১। এই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়েছে ইরান।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে বিভিন্ন অঞ্চল থেকে ১৩টি দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।