বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

৪২ ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সভাপতিকে অপসারণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

সরকার দেশের ৪২টি ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অপসারণ করেছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ক্ষমতাবলে অপসারণ করেছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে নিম্ন বর্ণিত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এতদ্বারা অব্যাহতি প্রদান করিল।’

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্রীড়া পরিষদের এই আইনের আওতাধীন না হওয়ায়  সভাপতিদের অপসারণ করা হয়নি। যদিও ইতোমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তবে বাফুফে সভাপতি হিসেবে এখনও বহাল তবিয়তে আছেন আলোচিত কাজী মো. সালাউদ্দিন।

যে ৪২টি ফেডারেশন, বোর্ড, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অপসারণ করা হয়েছে সেগুলো হলো— বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট  ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন,বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ বাশাআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেরিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন,

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভলিবল  ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন, বাংলাদেশ রোইং ফেডারেশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খো খো ফেডারেশন ও বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশন।

অবশ্য এই প্রজ্ঞাপন জারি করার আগেই বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাকি ফেডারেশন, সংস্থা ও অ্যাসোসিয়েশনের সভাপতিকেও এবার দায়িত্ব থেকে অপসারণ করা হলো।

উল্লেখ্য, মোট ৫৫টি ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থা এনএসসির অধিভুক্ত রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর