বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

চার পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনের বোলিং নৈপুণ্যে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান। আজ সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ২ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে জিতেছিলো। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান।

২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিলো পাকিস্তান। ঐ সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ওয়াকার ইউনিসের নেতৃত্বাধীন দলটি। তিন ফরম্যাট মিলিয়ে দ্বিপাক্ষীক সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সিরিজ জয় পাকিস্তানের।

পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ২১তম ওভারে ৮৮ রানে ৬ ব্যাটারকে হারায় অসিরা। এর মধ্যে দুই ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। ওপেনার ম্যাথু শর্ট ১৯ ও অ্যারন হার্ডি ১২ রান করেন।

আরেক ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক-ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ ও কুপার কনোলি ৭ রান করেন। কনোলি আহত অবসর নেন। এছাড়া মার্কাস স্টয়নিস ৮ ও গ্লেন ম্যাক্সওয়েল খালি হাতে বিদায় নেন। প্রথম ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি ম্যাক্সওয়েল।

অষ্টম উইকেটে এডাম জাম্পার সাথে ৩০ এবং নবম উইকেটে স্পেনসার জনসনকে নিয়ে ২২ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ১’শর নীচে গুটিয়ে হাত থেকে রক্ষা করেন সিন অ্যাবট। তারপরও ৩১.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

অ্যাবট সর্বোচ্চ ৩০, জাম্পা ১৩ ও জনসন অপরাজিত ১২ রান করেন। বল হাতে পাকিস্তানের আফ্রিদি-নাসিম ৩টি করে এবং রউফ ২টি ও হাসনাইন ১টি উইকেট নেন।

১৪১ রান তাড়া করতে নেমে ৮৪ রানের সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। ১৮তম ওভারে অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিসের বলে সাজঘরে ফিরেন দু’জনে। সাইম ৪টি চার ১টি ছক্কায় ৪২ এবং শফিক ১টি করে চার-ছক্কায় ৩৭ রান করেন।

৮৫ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৫৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৩৯ বল বাকী থাকতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন সাবেক অধিনায়ক বাবর আজম ও বর্তমান দলনেতা মোহাম্মদ রিজওয়ান।

৪টি চারে বাবর ২৮ এবং ১টি চার ও ২টি ছক্কায় রিজওয়ান ৩০ রানে অপরাজিত থাকেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন রউফ। ৩ ম্যাচে সিরিজের সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রউফ। এছাড়াও সিরিজে আফ্রিদি ৮টি, নাসিম ৫টি ও হাসনাইন ৩টি উইকেট নেন।

পাকিস্তানের পেসাররা যখন রেকর্ড গড়েছে তখন লজ্জা রেকর্ডের জন্ম দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সিরিজে অস্ট্রেলিয়া কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরির ধারে কাছে যেতে পারেনি।

অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে দ্বিপাক্ষীক সিরিজে এটি প্রথম ঘটনা।

আগামী ১৪ নভেম্বর থেকে ব্রিজবেনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর