হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফের তকমা পেতে যাচ্ছেন ৬৭ বছর বয়সী সুসি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) একটি বিবৃতিতে সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প। তার নির্বাচনী প্রচারণার দুই ব্যবস্থাপকের একজন সুসি। খবর রয়টার্স।
একটি বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন একজন ব্যক্তি এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন। তিনি আমাদের দেশকে যে গৌরবান্বিত করবেন এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’
২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই নিজের প্রশাসন ঢেলে সাজাতে চান ট্রাম্প। আর তাই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য পছন্দের ব্যক্তিদের বাছাই শুরু করেছেন। তাদের মধ্যে প্রথম সুসির নাম ঘোষণা করলেন তিনি।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক হিসেবে কাজ করেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনাসহ প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচী নির্ধারণ করেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন।
সংবাদমাধ্যম বলছে, সদ্য সমাপ্ত এই নির্বাচনে অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং দারুণ পরিকল্পিত নির্বাচনী প্রচারণার জন্য সুসি উইলসকে প্রশংসা করা হয়। বিশেষ করে ট্রাম্পের নিজস্ব লোকজনের ভেতরে ও বাইরে তার প্রশংসা শোনা যায়। আর তখনই মনে করা হচ্ছিল তিনি এই পদের জন্য হয়তো বা সামনের সারিতে আছেন। সুসি উইলস সাধারণত লোকচক্ষুর সামনে আসা পরিহার করে এসেছেন এবং এমনকি নির্বাচনে জয়ের খবরে ট্রাম্প যখন তার বিজয় উৎসব পালন করছিলেন, তখনও তিনি মাইকের সামনে আসতে চাননি।