শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

সিলেটকে হারিয়ে চিটাগং কিংসের হ্যাটট্রিক জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

বিপিএলে হ্যাটট্রিক হারের পর টানা দুই জয় পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তাদের সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক জয় তুলে নেওয়ার। কিন্তু চিটাগং কিংসের বিপক্ষে ছন্দ ধরে রাখতে পারেনি। তাদের বিপক্ষে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং। প্রথম ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতে নিজেদের মাঠ চট্টগ্রামে যাচ্ছে তারা। সোমবার আগে ব্যাটিং করে চিটাগং ৬ উইকেট হারিয়ে তোলে ২০৩ রান। জবাবে ১৭৩ রানে থেমেছে সিলেটের ইনিংস। চিটাগং জিতেছে ৩০ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে সিলেটকে ২০৪ রানের লক্ষ্য দেয় চিটাগং জবাবে প্রথম ওভারেই সিলেট তাদের ওপেনার পল স্টারলিংকে হারায়। এরপর অপর ওপেনার রনি তালুকদারও দ্রুত সাজঘরে ফেরেন। ২৬ রানে দুই উইকেট হারানোর পর জর্জ মানসে (৫২), জাকির হাসান (২৫) ও জাকের আলী অনিক (৪৭*) চেষ্টা করলেও জিততে পারেনি সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে তাদের ইনিংস।

চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ২৫ রানে নেন সর্বোচ্চ তিনটি উইকেট। আলিস আল ইসলাম নিয়েছেন দুটি। একটি করে উইকেট নেন নাবিল সামাদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চিটাগং পারভেজ হোসেন ইমনকে হারিয়ে বসে। কিছু না করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া ইমন এই ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। তবে তিনি ব্যর্থ হলেও পাকিস্তানের উসমান খান চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়ার সংবাদ শুনেই ব্যাটিংয়ে নেমেছিলেন। সেই খুশিতে ফিফটিও তুলে নিয়েছেন তিনি। ৩৫ বলে ৫৩ করে থামেন উসমান। এর পর আলো কাড়েন গ্রাহাম ক্লার্ক। ৫ ছক্কায় তার ৩৩ বলে ৬০ রানের ইনিংসে বড় পুঁজির ভিত পায় চিটাগং। অধিনায়ক মিঠুন ১৯ বলে ২৮ এবং হায়দার আলীর ৩ ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪২ রানের সুবাদে  ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে তারা।

সিলেটের হয়ে সবচেয়ে সফল বোলার তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ৩৮ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট।এছাড়া একটি করে উইকেট পান নাহিদুল ইসলাম, আরিফুল হক ও রুয়েল মিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর