সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

সিরিয়ার আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাশিয়ার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

ক্রেমলিন সোমবার বলেছে, তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। জিহাদিরা গত সপ্তাহে সরকারি নিয়ন্ত্রণ থেকে অনেক এলাকা দখল করে নেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে ঘোষণাটি এলো। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমরা বাশার আল-আসাদকে সমর্থন করে যাচ্ছি এবং আমরা যথাযথ স্তরে যোগাযোগ অব্যাহত রাখছি। আমরা পরিস্থিতি বিশ্লেষণ করছি।

তিনি  বলেন, ‘রাশিয়া এমন একটি অবস্থা তৈরি করবে, যা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য প্রয়োজন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর