সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকার আবদুল হামিদের বাসভবনে এ ঘটনা ঘটে।
এদিকে রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়টি এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে কার্যালয়টিতে কয়েকদফা ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়াও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।