জমে উঠেছে ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২৪ সালের আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে পাঁচ গ্রুপ থেকে নকআউট পর্বে তথা শেষ ষোলোতে পা রাখা নয় দল। আরও বাকি আছে সাত দল। এই সাত দলের মধ্যে তিন দল যাবে সরাসরি। বাকি চার দল যাবে কিভাবে? জেনে নেওয়া যাক।
এবার ইউরোতে ছয় গ্রুপে চারটি করে মোট ২৪টি দল অংশ নিয়েছে। আসরের নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। বাকি চার দলের টিকিট ভাগ্য নির্ধারিত হবে অন্য এক নিয়মে।
নিয়মানুযায়ী, ছয় গ্রুপের ১২ দল শেষ ষোলোতে যাওয়ার পর বাকি থাকা ১২ দলের মধ্যে প্রতি গ্রুপ থেকে তৃতীয় স্থান অধিকারী দলগুলোকে আলাদা করা হবে। তাতে ছয় গ্রুপ থেকে দল সংখ্যা দাঁড়ায় ছয়টি। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে পর্যায়ক্রমে নির্ধারণ করা হবে চার দল।