যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকার একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
কিং সিটি পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় কিং সিটির উত্তর ২ নম্বর সড়কের পাশের একটি বাড়ির বাইরে পার্টি চলছিল। সেসময় হঠাৎ করেই তিনজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে পার্টিতে অংশ নেওয়া লোকজনের উপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বছরের মাত্র ২ মাস পার হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বন্দুক হামলায় ঘটনা ঘটে গেছে। ৪ জানুয়ারি আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে, ১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে, ১৪ ফেব্রুয়ারি সুপার বোলে জয় পাওয়ার পর জনপ্রিয় ফুটবল দল কানসাস সিটি চিফসের বিজয় মিছিলে, ১৮ ফেব্রুয়ারি মিনেসোটার বার্নসভিলে পুলিশ সদস্যদের উপর বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় ৭ জন নিহত হয়েছে।
বাইডেন প্রশাসন এর আগে কয়েকবার বন্দুকের সহজলভ্যতা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই তার এই সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনেটিটিভস ও উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধের শিকার হয়েছে। বর্তমানে এটি আরও কঠিন, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একক সংখ্যাগরিষ্ঠতা বিরাজ করছে।
সূত্র: এবিসি নিউজ