সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে শেখ হাসিনা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে গেছে, সবাই একসাথে বাংলাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছেন।

তিনি বলেন, কয়দিন আগে টেলিফোনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই-আগস্টে যারা আন্দোলন করেছেন, তাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন। বর্তমান পরিস্থিতিতে অতিদ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন প্রয়োজন বলেও এসময় মন্তব্যে করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর