শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

ভারতের কাছে হেরে সুপার সিক্স থেকে বিদায় নিলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের কাছে ৮ উইকেটে হেরে সুপার সিক্স থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। 

সুপার সিক্সের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪ (লিগ পর্ব থেকে পাওয়া ২ পয়েন্টসহ)। ইতোমধ্যে এই গ্রুপ ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাবার কোন সুযোগ নেই বাংলাদেশের।

কুয়ালালামপুরে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৯.৩ ওভারে ২২ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। উপরের সারির প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।

ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আকতার।

ব্যক্তিগত ১৪ রানে মাওয়া থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন সুমাইয়া। ১টি চারে ২৯ বলে সুমাইয়ার অপরাজিত ২১ রানের উপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতের বৈষ্ণবী শর্মা ১৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার জি কামালিনিকে ৩ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন লেগ স্পিনার আনিসা আকতার সোবা।

৮টি চারে ৩১ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলে ভারতের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার গঙ্গাদি তৃষা।

দলের জয় থেকে ৪ রান দূরে থাকতে আউট হন তৃষা। এরপর ভারতকে জয়ের বন্দরে নেন সানিকা চালকে ও নিকি প্রসাদ। সানিকা ১১ ও প্রসাদ ৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের সোবা ও হাবিবা ১টি করে উইকেট নিয়েছেন।

আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার সিক্সে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর