শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর জাহানারা ইস্যুতে সরব মাশরাফি ক্রিকেটার জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের জাপানের ১ কোটি শ্রম ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ জকসু নির্বাচনের খসড়া তালিকায় ভোটার ১৬ হাজার ৭২৫ জন যারা নির্বাচনের আগে গণভোটের চাপ দিচ্ছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব শফিকুল আলম

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইসরাইল ও মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও : পররাষ্ট্র দপ্তর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন

গাজায় বসবাসকারিদের স্থানান্তরের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইল ও মধ্যপ্রাচ্য সফর করবেন।

পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

কর্মকর্তা বলেন, রুবিও মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন এবং তারপর ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সফর করবেন।

মঙ্গলবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাতের পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল এবং এর ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য মার্কিন বাহিনী পাঠানোর পরামর্শ দিয়ে বিশ্বকে হতবাক করে দেন। তবে রুবিও পরে বলেন  ট্রাম্প অস্থায়ী স্থানান্তরের কথা বলেছেন।

হামাসের এক নজিরবিহীন হামলার জবাবে ইসরাইলের অবিরাম হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের পুনর্গঠনের জন্য অর্থায়ন করছে।

বৃহস্পতিবার ডোমিনিকান রিপাবলিক সফরের আগে রুবিও আশা প্রকাশ করেন, ট্রাম্প গাজার পুনর্গঠনের জন্য এমন দেশগুলোর কাছ থেকে সমর্থন চাইছেন যাদের গাজাকে সহায়তা করার জন্য ‘অর্থনৈতিক এবং প্রযুক্তিগত’ উভয় ক্ষমতা রয়েছে।’ তিনি সম্ভবত ধনী উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর প্রতি ইঙ্গিত করেন।

পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়ে একটি কথোপকথন শুরু করেছেন যা রুবিও চালিয়ে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও বৃহস্পতিবার রাতে ল্যাটিন আমেরিকায় তার প্রথম সফর থেকে ফিরে এসেছেন। দ্বিতীয় সফরে শীর্ষস্থানীয় এই মার্কিন কূটনীতিক মধ্যপ্রাচ্য সফর করবেন।

ট্রাম্প রিয়েল এস্টেট জগতের তার বন্ধু স্টিভ উইটকফকে এই অঞ্চলে বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। উইটকফ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের একজন বিদায়ী দূতের সাথে মিলে কাতারের মধ্যস্থতায় গত মাসে ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাজ করেন।

বাইডেনের অধীনে রুবিওর পূর্বসূরী অ্যান্টনি ব্লিঙ্কেন ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাসের হামলার পর যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ শুরু করার জন্য এই অঞ্চলে ১২টি সফর করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর