বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় মালদ্বীপ ফুটবল দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১:১২ অপরাহ্ন

মালদ্বীপ ফুটবল দল আবার ঢাকায় এসেছে। বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। আগামীকাল প্রথম ম্যাচ, ১৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচ। গত বছর বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল মালদ্বীপ। খেলা হবে বসুন্ধরা কিংসের মাঠে, সন্ধ্যা ৬টায় শুরু হবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৮০০, গ্যালারি ৫০০ ও ৩০০ টাকা। বসুন্ধরার ভেতরে সাউথ ইস্ট ব্যাংক এবং ইসলামী ব্যাংক বসুন্ধরা শাখা থেকে টিকিট পাওয়া যাবে।

মালদ্বীপ ফুটবল দলকে অভ্যর্থনা জানাতে গতকাল সকালে বিমানবন্দর গিয়েছিলেন দেশের সাবেক তারকা ফুটবলার এবং বাফুফেতে প্রথম বার নির্বাচিত হওয়া সদস্য গোলাম গাউস। সঙ্গে ছিলেন বাফুফের আরো দুই সদস্যা জাকির হোসেন চৌধুরী এবং কামরুল ইসলাম হিলটন। ফুল দিয়ে মালদ্বীপের খেলোয়াড়দের অভ্যর্থনা জানান।

দুপুরে হোটেলে পৌঁছেই বিকালে মালদ্বীপ ফুটবল দল উত্তরার এপিবিএন মাঠে অনুশীলন করে। আজ কিংসের মাঠে অনুশীলন করবেন। সাত থেকে আট জন ফুটবলার রয়েছেন, যারা আগেও বাংলাদেশে এসেছেন। গত বছর অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ- মালদ্বীপ মুখোমুখি হয়েছিল, মালেতে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ঢাকায় ফিরতি ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায়।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ফুটবল পরিসংখ্যান বলছে-এই দুই দেশ ১৮ বার মুখোমুখি হয়। ৬টি জয়, ৬টি ড্র এবং ৬টিতে হেরেছিল বাংলাদেশ। এই দুটি ম্যাচ দিয়ে এবার বছর শেষ করবে বাংলাদেশ ফুটবল দল। সর্বশেষ বাংলাদেশ ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল সপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে। মালদ্বীপ ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবল দল ১ নভেম্বর অনুশীলনে নেমেছে।

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা দুই পর্বে ২৭ ফুটবলার নিয়েছেন তার দলে। চূড়ান্ত করেননি তালিকা। তবে দলের বেশির ভাগ ফুটবলার বসুন্ধরা কিংসের। তারা এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাজে ফুটবল খেলে বসুন্ধরাকে ডুবিয়েছে। লজ্জার হার হেরেছে। তার পরও এই সব ফুটবলারের কোনো গ্লানি নেই। হাসতে হাসতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর