বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে তামিম ইকবাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে তার পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন তামিম।

সংবাদমাধ্যমে জিয়ার পরিবারের আর্থিক সমস্যার কথা জানার পর তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন তামিম। এরপর তামিমের কাছ থেকে চেক গ্রহণ করেন জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য এবং ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। তাজওয়ার নিজেও ফিদে মাস্টার।

মিরপুরে আজ সাংবাদিকদের লাবণ্য বলেন, ‘তামিম আমার সাথে কথা বলেছে, সে আসলে একজন ভালো খেলোয়াড় এবং আমরা তাকে সবসময় পছন্দ করি। তিনি আমাকে যে কোনও ধরণের সমস্যার জন্য তার সাথে যোগাযোগ রাখতে বলেছেন। আমার ছেলেকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালোভাবে হবে।’

লাবাণ্য জানান, পরবর্তী টুর্নামেন্টে তাহসিনকে স্পন্সর করার আগ্রহ প্রকাশ করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘নিয়ম অনুসারে বিসিবি সভাপতির কাছে আমাকে একটি আবেদন লিখতে বলেছেন প্রধান নির্বাহী। পরবর্তী টুর্নামেন্টের জন্য তাহসিনকে স্পনসর করার আগ্রহ দেখিয়েছেন তারা।’

তাহসিন জানান, তামিমের মত একজন বড় ক্রিকেটারের সাথে দেখা করাটা অনেক বড় মুহূর্ত। তিনি বলেন, ‘তিনি বাংলাদেশের অনেক বড় ক্রিকেটার। তার সাথে দেখা করে সত্যিই ভালো লাগছে। সে আমাকে অনেক উপদেশ দিয়েছেন। এটি আমার জন্য অনুপ্রেরণা। পড়াশুনার পাশাপাশি দাবা খেলা চালিয়ে যেতে বলেছেন তিনি।’

সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড এবং তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলে দেশে ফিরেছেন ফিদে মাস্টার তাহসিন।

বাংলাদেশ দাবা ফেডারেশন (বিসিএফ) হল রুমে ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে গত ৫ জুলাই ১২তম রাউন্ড চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন গ্র্যান্ডমাস্টার জিয়া।
তাৎক্ষণিকভাবে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নেয়া হলে জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর