নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নেত্রকোনা গোয়েন্দা পুলিশের একটি টিম।
গ্রেফতার মারুফ হাসান খান অভ্র নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক মো. তফসির আহমেদ খানের ছেলে। দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতনকারী হিসেবে পরিচিতি ছিলেন মারুফ হাসান খান। ১ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘গ্রেফতার মারুফ হাসান খানকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।’