বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় রংপুরের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। আজ টুর্নামেন্টের চতুর্থ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর ৩৪ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। ২৭ রান খরচায় ৪ উইকেট নেন রানা।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করে রংপুর। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রান করে সিলেট। রংপুরের কাছে হেরে এবারের বিপিএল শুরু করলো সিলেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের দুই পেসার আল-আমিন হোসেন ও তানজিম হাসান সাকিবের তোপের মুখে পড়ে ২৮ রানে ৩ উইকেট হারায় রংপুর রাইডার্স।

রংপুরের ওপেনার যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলরকে ১২ রানে ও সাইফ হাসানকে ৪ রানে সাজঘওে পাঠান আল-আমিন। ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে ৬ রানে থামান তানজিম।

চতুর্থ উইকেটে ৩৮ বলে ৪১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন রংপুরের দুই মিডল অর্ডার ব্যাটার ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। ২টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২১ রান করে ফিরেন খুশদিল।

দলীয় ৬৯ রানে খুশদিলের বিদায়ে ক্রিজে এসেই ঝড় তুলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান। ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান তুলে করেন নুরুল। পঞ্চম উইকেটে ইফতিখারের সাথে ৪১ বলে ৬৫ রান যোগ করেন নুরুল।

নুরুল ফেরার পর ইফতিখারের ৪২ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৪৭ এবং শেষদিকে মাহেদি হাসানের ৮ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রানের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় রংপুর।

তানজিম ও আল-আমিন ২টি করে উইকেট নেন।

জবাবে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারালেও পাওয়ার প্লের সুবিধা কাজে লাগানোর চেষ্টা করেন সিলেটের ওপেনার রনি তালুকদার ও জাকির হাসান। ৪ ওভারে তারা ৩৭ রান সংগ্রহ করেন। ১২ বলে ৩টি চারে ১৮ রান করা জাকিরকে শিকার করে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন পেসার নাহিদ রানা।

একই ওভারে আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে ৬ রানে বিদায় দেন রানা। ৪৩ রানে তৃতীয় উইকেট পতনের পর দলের হাল ধরেন রনি ও জাকের আলি। চতুর্থ উইকেটে ৫৬ বলে ৪৮ রান যোগ করে সিলেটকে লড়াইয়ে রাখেন রনি ও জাকের।

১৪তম ওভারের প্রথম বলে রনিকে থামিয়ে জুটি ভাঙেন রংপুরের স্পিনার খুশদিল। পরের বলে সিলেটের অধিনায়ক আরিফুল হককে বিদায় দিয়ে রংপুরকে ম্যাচে ফেরান খুশদিল। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন রনি।

১৬তম ওভারে সিলেটের শেষ ভরসা জাকেরকে ২৪ রানে বিদায় দিয়ে রংপুরের জয়ের পথ তৈরি করেন রানা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রান করে ম্যাচ হারে সিলেট।

৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে রংপুরকে জয় উপহার দিয়েছেন রানা। টি-টোয়েন্টিতে এটিই তার সেরা বোলিং ফিগার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর