টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। ৯ জুন সন্ধ্যা সোয়া ৭টায় নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ পড়েন তিনি। অতীত ভুলে শপথ অনুষ্ঠানে হাজির হন বলিউড বাদশা শাহরুখ খান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়াও বলিউড ও দক্ষিণী সিনেমার বড় বড় তারকারা উপস্থিত হয়েছেন। এ তালিকায় রয়েছেন— অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, কঙ্গনা রানৌত, অনিল কাপুর, বিক্রান্ত, রাজকুমার হিরানি প্রমুখ। এ অনুষ্ঠানে অক্ষয়-শাহরুখকে বেশ খোশমেজাজে দেখা যায়।