ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক মারা গেছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ব্যাংকের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এমরানুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এমরানুল হক ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পান।
জানা গেছে, এমরানুল হকের মরদেহ আজ কলকাতা থেকে দেশে ফিরিয়ে আনা হবে।