রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

ট্রাম্পের অভিষেক ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ওয়াশিংটন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে ২০ জানুয়ারি অভিষেক ঘিরে কড়া নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিকে। সমবেত হাজারো সমর্থককে তল্লাশি করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক তল্লাশি চৌকি ও প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ অস্থায়ী বেড়া।

আগামী সোমবার ইউএস ক্যাপিটলের সিঁড়িতে শপথ গ্রহণের পর হোয়াইট হাউজ পর্যন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ওয়াশিংটন মনুমেন্টের দিকে ফিরে দাঁড়িয়ে নির্বাচিত কংগ্রেস সদস্য, তার প্রশাসনের মনোনীত ব্যক্তি ও সুপ্রিম কোর্টের বিচারকদের সঙ্গে শপথ গ্রহণ করবেন ট্রাম্প।

২০২০ সালে বাইডেনের কাছে পরাজয়ের পর এই ক্যাপিটল হিলেই হামলা চালিয়েছিলেন ট্রাম্প সমর্থকরা।

অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে চাওয়ার পেছনে আরেকটি কারণ হলো গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে ঘটা ভয়ংকর কিছু বিচ্ছিন্ন হামলা, যা এককভাবে কোনো ব্যক্তি পরিচালনা করেছেন। ট্রাম্পকে ইতিমধ্যে দুবার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রথমবার হামলাকারীর গুলি তার কানের পাশে দিয়ে চলে যায়।

এ ছাড়া বছরের শুরুতেই দুটি ভয়াবহ হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ অরলিন্সে এক সাবেক মার্কিন সেনা ট্রাক নিয়ে নববর্ষ উদ্যাপনকারীদের ভিড়ে ঢুকে পড়লে ১৪ জন নিহত এবং বহু লোক আহত হন। একই দিনে কর্মরত আরেক সেনা লাস ভেগাসে ট্রাম্প ব্র্যান্ডের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ ঘটান। এতে তার মৃত্যু হয়।

নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ম্যাট ম্যাককুল এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা খুব নিরাপত্তাঝুঁকিতে আছি। সুনির্দিষ্ট হামলার বদলে একক ব্যক্তির বিচ্ছিন্ন হামলা বা লোন উলফ অ্যাটাক নিয়ে উদ্বিগ্ন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা।

এদিকে, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার তার অফিস থেকে জানানো হয়, ‘সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তবে মিশেল ওবামা যোগ দেবেন না।’

মিশেল ওবামার এই সিদ্ধান্ত ঐতিহ্য থেকে ব্যতিক্রমী। সাধারণত সাবেক প্রেসিডেন্ট এবং তাদের স্ত্রীদের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা ঐতিহ্যের অংশ। যদিও বারাক ওবামা ট্রাম্পের সঙ্গে সখ্য বজায় রাখার চেষ্টা করেছেন, মিশেল প্রকাশ্যে ট্রাম্পের প্রতি তার বিরাগ প্রকাশ করেছেন।

২০১৭ সালে ট্রাম্পের প্রথম অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিজ্ঞতা স্মরণ করে মিশেল বলেছিলেন, ‘মঞ্চে বসে এমন কিছু দেখতে হয়েছিল যা আমাদের প্রতিনিধিত্ব করে না। সেখানে কোনো বৈচিত্র্য ছিল না, কোনো রঙের প্রতিফলন ছিল না, যা বৃহত্তর আমেরিকার প্রতিচ্ছবি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর