বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু শ্রীলংকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক শ্রীলংকা। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লংকানরা।

ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। মিডল অর্ডারে লড়াই করার চেষ্টা করেছিলেন গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল। কিন্তু ফিলিপস ১৩ ও ব্রেসওয়েল ২৭ রানের বেশি করতে পারেননি।

মিডল অর্ডারের অন্য দুই বাটার অভিষিক্ত মিচেল হে শূন্য ও জশ ক্লার্কসন ৩ এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ১৬ রানে আউট হলে ৯৬ রানে অষ্টম উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড।

নবম উইকেটে জাকারি ফউকস ও ইশ সোধির ২৩ বলে ৩৯ রানের জুটিতে সম্মানজনক সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১৯.৩ ওভারে ১৩৫ রানে অলআউট হয় তারা। ফউকস ১৬ বলে অপরাজিত ২৭ ও সোধি ১০ রান করেন। শ্রীলংকার স্পিনার দুনিথ ওয়েলালাগে ২০ রানে ৩ উইকেট নেন।

১৩৬ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ২২ বলে ৪০ রান তুলেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। নিশাঙ্কা ১৯ ও কুশল পেরেরা ২৩ রান ফিরেন।

৫৫ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলংকাকে জয়ের পথে রাখেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালঙ্কা। কামিন্দু ২৩ রানে ফিরলেও, হাসারাঙ্গা ডি সিলভা ও ওয়েলালাগেকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন আসালঙ্কা। ডি সিলভা ২২ ও ওয়েলালাগে অপরাজিত ১১ রান করেন। ১টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে অনবদ্য ৩৫ রান করে ম্যাচ সের হন আসালঙ্কা। নিউজিল্যান্ডের পেসার ফউকস ২০ রানে ৩ উইকেট নেন।

আজ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে শ্রীলংকা-নিউজিল্যান্ড।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর