সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

গৌতম আদানির বিরূদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ কেলেঙ্কারীর অভিযোগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন

ভারতীয় ধনকুবের ও শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার ও বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ প্রাপ্তি গোপন করার অভিযোগ আনা হয়েছে। বুধবার মার্কিন প্রসিকিউটররা একথা বলেছেন। 

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে কয়লা, বিমানবন্দর, সিমেন্ট ও মিডিয়াসহ বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্য আদানি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে কর্পোরেট জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক এই শিল্পপতির বিরুদ্ধে লাভজনক সৌর শক্তি সরবরাহ চুক্তির জন্য ভারতীয় কর্মকর্তাদের ২৫০ মিলিয়ন  ডলারের বেশি ঘুষ দিতে রাজি হয়েছেন

বলে অভিযোগ আনা হয়েছে। মোটামুটি ২০ বছরের মধ্যে এই চুক্তিগুলো কর পরিশোধের পর ২ বিলিয়ন ডলারের বেশি মুনাফা তৈরি করবে বলে অনুমান করা হচ্ছে।

প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, আদানিসহ মামলার একাধিক আসামীর কেউই হেফাজতে নেই।

প্রসিকিউটররা বলছেন,  আদানির কথিত সহযোগীদের একজন অত্যন্ত চতুরতার সাথে তার ফোন ব্যবহার করে কর্মকর্তাদের দেওয়া এই ঘুষের পেমেন্ট ট্র্যাক করেছিল। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেছেন, ‘এই ঘটনায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫০ মিলিয়ন ডলারের বেশি ঘুষ দেওয়া, বিলিয়ন ডলার সংগ্রহের জন্য বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা বলা ও ন্যায়বিচারে বাধা দেওয়ার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর